Friday, December 13, 2024
Homeবিদেশইসরায়েল এর লেবানন আক্রমণ!

ইসরায়েল এর লেবানন আক্রমণ!

মধ্য প্রাচ্যে আবার অশান্তি। কেন্দ্রে ইসরায়েল। হেজবোল্লার হুঁশিয়ারিই সার। তাতে কার্যত পাত্তা না-দিয়েই লেবাননে এ বার সরাসরি এয়ারস্ট্রাইক শুরু করে দিল ইজ়রায়েল। লেবাননের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হেজবোল্লার দাবি, মঙ্গলবার পেজার-অ্যাটাকের পর বুধবার ইজ়রায়েলি গুপ্তচর সংস্থা মোসাদই চোরাগোপ্তা ‘টেকনিক্যাল’ হামলা চালিয়েছিল হাজার হাজার ওয়াকিটকি এবং সোলার প্যানেলে। দু’দিনের ওই লাগাতার হামলায় প্রাণ যায় অন্তত ৩৮ জনের।সূত্রে পাওয়া খবর অনুযায়ী এয়ার স্ট্রাইক এ প্রাণ গেছে হেজবুল্লার কমান্ডারের।পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে সরাসরি লেবানন আর ইসরায়েল যুদ্ধে জড়াতে পারে যেকোনো সময়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments