একদিকে তার নির্বাচনী ক্ষেত্র যখন বন্যা বিধ্বস্ত তখনই নিজের সিনেমা নিয়ে ব্যাস্ত দেব এমন অভিযোগের মাঝখানে নিজের সংসদীয় এলাকার দুর্গতদের পাশে দাঁড়াতে রবিবার ঘাটালে এলেন অভিনেতা সাংসদ দেব। শুধু এলেন বললে ভুল বলা হয়, বোটে চেপে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। নিজে হাতে পৌঁছে দেন ত্রাণ। নিজে হাতে ত্রাণ বিতরণ করলেন এবং মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে তিনি আগামী বিধানসভা ভোটের প্রচারে আসবেন না।