দীর্ঘ প্রায় দুবছর পর বীরভূমে ফিরলেন অনুব্রত মন্ডল
ঘটনা চক্রে কেষ্টর বোলপুর ফেরার দিনই খোদ মুখ্যমন্ত্রী নিজে ছিলেন ওই জেলায়। ফলে উভয়ের সাক্ষাৎ প্রায় নিশ্চিত ছিল। প্রথমে মনে করা হচ্ছিল, বোলপুরের প্রশাসনিক বৈঠকেই থাকতে পারেন অনুব্রত কিন্তু পরে জানা যায় তিনি থাকছেন না। মমতাবন্দোপাধ্যায় এর সাথে তার স্নেহের কেষ্টর দেখা হওয়ার সম্ভবনা তৈরী হলেও আপাতত তা হচ্ছেনা। প্রশাসনিক কাজে ব্যাস্ত মুখ্যমন্ত্রী অন্যদিকে ক্লান্ত অনুব্রতর আপাতত বিশ্রাম প্রয়োজন। তবে এদিন নিজের অফিসে তার অনুগামীদের সাথে দেখা করেছেন অনুব্রত। তাকে আবেগ তাড়িত হয়ে কাঁদতেও দেখা গেছে। তবে শোনা যাচ্ছে দলের এক বিধায়ক এবং বড়ো নেতার উপর বেজায় চটেছেন তিনি তাদের সাথে দেখা করেননি এবং দরজা থেকেই তাদের ফিরে যেতে হয়ে।