Friday, October 18, 2024
Home বাংলা কলকাতায় আর চলবেনা ট্রাম

কলকাতায় আর চলবেনা ট্রাম

কলকাতা থেকে পাকাপাকি ভাবে বিদায় নিতে চলেছে ট্রাম। মন খারাপ শহরবাসীর কারণ দেড়শো বছর ধরে জড়িয়ে আছে ট্রামকাহিনি। ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রথমবার ট্রামের চলা শুরু। বিদ্যুতের তার টেনে নয়, ঘোড়ার খুরে তাল মিলিয়ে। শিয়ালদা থেকে শুরু করে বৌবাজার, ডালহৌসি । তারপর বন্ধ হয়ে যায়। আবার কিছুদি পর শুরু হয় পথ চলা। প্রায় দেড়শো বছরের বন্ধন ছিন্ন হতে চলেছে যদিও প্রতীকী রূপে এস্প্লানেডে কিছুটা রাস্তা জুড়ে চলবে ট্রাম। শিবরাম থেকে জীবনানদ সবার জীবনেই ট্রামের বিশেষ গুরুত্ব আছে। বিধান চন্দ্র রায় ট্রামের ভাড়া বাড়ানোয় শুরু হয়েছিলো আন্দোলন। শহর কলকাতার আত্মা স্বরূপ এই ট্রাম আর থাকবেনা এটা ভেবে অনেকেই প্রতিবাদ করছেন। তবে ক্ষতির মুখে পরে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে সূত্রে খবর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments