টানা বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ায় পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা বন্যা বিদ্ধস্ত। পরিস্থিতি ভয়াবহ। এক আইন জীবি হাই কোর্টের হস্থক্ষেপ চেয়ে মামলা করে ছিলেন।ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সেখানেই বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, জানতে চেয়েছে কলকাতা হাই কোর্ট। দ্রুত হাই কোর্টে রাজ্যকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়া হয়েছে।আগামী ৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। ওইদিনই রাজ্যকে জানাতে হবে তারা কী কী পদক্ষেপ করেছে।
বন্যা নিয়ে রাজ্যকে রিপোর্ট দেয়ার নির্দেশ হাই কোর্টে!
RELATED ARTICLES