তিরুপতির লাড্ডু তে যে ঘি পাওয়া গেছে তাতে পশুর চর্বি এবং মাছের তেল ব্যাবহার হওয়ার কাণ্ডের পর এবার পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ রান্নায় ব্যবহৃত ঘি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুরীর মন্দির তার ভোগের জন্য বিখ্যাত।তিরুপতি বিতর্কর পর ভক্ত দের মধ্যে সন্দেহের পরিবেশ দূর করতেই পুরীর মন্দিরে ব্যবহৃত ভোগের ঘি পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। জেলা শাসক জানিয়েছেন এখনো কোনো অভিযোগ আসেনি তবুও নিশ্চিত হতে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরীর মন্দিরে দুধ এবং ঘি আসে ওড়িশা দুগ্ধ ফ্রেডেরেশন থেকে। বিজেপি সরকার ও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
পরীক্ষা হবে পুরীর মন্দিরে ব্যাবহার করা ঘি
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on