শনিবার তিরুপতি জেলার মন্দির নগরীতে পৌঁছন প্রধান বিচারপতি। সেখানে একাধিক মন্দির দর্শন করার পর, রবিবার স্ত্রী কল্পনাকে সঙ্গে নিয়ে যান তিরুপতি মন্দিরে। সেখানে সস্ত্রীক তিনি পুজো দেন এবং দেখা করেন মন্দির ট্রাস্টের সাথে। তার হাতে মন্দির কতৃপক্ষ তুলে দেন একটি তিরুপতি বালাজির ছবি।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ঈশ্বর বিশ্বাসী হিসেবেই পরিচিত। কিছুদিন আগে তাঁর বাসভবনে গণেশ পুজোয় উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই নিয়ে কিছু বিতর্কও দেখা দেয়। এবার দুদিনের জন্য অন্ধ্র সফরে গেছেন তিনি। বালাজি দর্শন সেরে আজ বিকেলেই দিল্লি ফিরবেন তাঁরা।
Recent Comments
Hello world!
on