আর জি করে খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদের ঢেউ রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশে, এমনকী বিদেশেও আছড়ে পড়েছে। এই ঘৃণ্য ঘটনার কথা যাতে কেউ ভুলে না যায়, সেজন্যই আর জি কর চত্বরে অভয়ার মূর্তি বসানোর সিদ্ধান্ত। মূর্তি উন্মোচন হয় মহালয়ার পুন্য তিথিতে।কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় যে নির্মম অত্যাচারের শিকার ওই চিকিৎসক হয়েছেন, সেটাই তাঁর তৈরি আবক্ষ ‘অভয়া’ মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে। মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে যন্ত্রনা এবং কাতর আর্তি।এই মূর্তি স্থাপন ন্যায় সঙ্গত কিনা সে নিয়ে অবশ্য অনেকে প্রশ্ন তুলছেন কারন আইন বলছে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনা যায়না।
আর জি করে নির্যাতিতার আবক্ষ মূর্তি উন্মোচন
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on