বাঁশদ্রোণীতে পে-লোডারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু এবং বিজেপি কর্মীদের গ্রেপ্তারির প্রতিবাদে ধরনায় বসেন বিজেপির প্রাক্তন সাংসদ রুপা গাঙ্গুলি রাতভর ধরনার পর বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে গ্রেপ্তার হওয়ার পর বিকেলে জামিন পেলেন বিজেপি । আলিপুর আদালতে এক হাজার টাকার ব্য়ক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি।প্রসঙ্গত পে লোডার বা জেসিবিটি যাওয়ার সময় পড়ুয়াকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়ে। তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করা হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।