কলকাতা হাইকোর্ট কাজে ফেরার নির্দেশ দিলেও চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এবার আদালতের অবমাননা হচ্ছে। এই অভিযোগ কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।এখনই দ্রুত শুনানি বা কোনো কড়া পদক্ষেপ এর কথা ভাবছেনা আদালত এমনটাই মনে করা হচ্ছে।মামলাকারীকে অবকাশকালীন বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন তিনি। এদিকে শুক্রবারই শুক্রবারই জুনিয়র ডাক্তাররা দ্বিতীয় পর্যায়ের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।জুনিয়র ডাক্তাররা পরবর্তী পদক্ষেপ কি নেয় সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।
কর্মবিরতিতে আদালত অবমাননার মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ!
RELATED ARTICLES