জয়নগরের মহিষমারির কৃপাখালির বাসিন্দা চতুর্থ শ্রেণির পড়ুয়ার নিথর দেহ জলাজমি থেকে উদ্ধার হয়। সেই সময় তার দেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া যায় বলেই অভিযোগ। স্থানীয়দের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন জয়নগরের মানুষ।শনিবার সকালে অবস্থান বিক্ষোভ তুলতে গিয়ে প্রহৃত হন স্থানীয় তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। সাংসদ প্রতিমা মন্ডল ঘটনা স্থলে গেলে ক্ষেপে ওঠেন স্থানীয়রা। বাম প্রতিনিধিরাও এলাকায় গেলে বিক্ষোভের মুখে পড়েন।
ঘটনাস্থলে পুলিশ গেলে ঝাঁটা হাতে পুলিশকে ধাওয়া করেন মহিলারা। একপ্রস্থ ঝাঁটাপেটাও করা হয়। বারুইপুরের এসডিপিও-কে লাঠি হাতে ধাওয়া করেন মহিলারা। ফাঁড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগ করা হয়। এই মুহূর্তে ক্ষোভে ফুসছে গোটা এলাকা।