আজ ১৪ ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যায় তারা পীঠে এবারও প্রতিবারের ন্যায় তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন হয়েছে।তারাপীঠ সহ কালীঘাট, কঙ্কালীতলা এবং বাংলা সহ দেশের অন্যান্য শক্তিপীঠ এবং প্রসিদ্ধ কালী মন্দির গুলিতে ভক্তের ঢল নেমেছে। পুরান মতে দেবী কৌশিকী দেবী চন্ডীর এক রূপ যিনি শুম্ভ নিশুম্বকে বধ করে ছিলেন তার নামেই এই অমাবস্যা তিথি পালিত হয়। আবার তারাপীঠে আজ মাতারা আবীরভূতা হয়েছিলেন। এই অমাবস্যাকে তারা নিশিও বলা হয়। এই তিথিতেই সিদ্ধি লাভ করেছিলেন বামা ক্ষেপা।