ষষ্ঠীর দিন বীরভূমে ঘটে গেলো এক হাড় হীম করা হত্যা কান্ড।অন্তঃসত্ত্বা মহিলাকে ওই ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে খুন করা হয়। প্রমাণ লোপাটে পুড়িয়ে দেওয়া হয় দেহ এমনটাই প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।।ষষ্ঠীর সকালে বীরভূমের মল্লারপুর থানা এলাকার সাতবেড়িয়া মোড় এলাকার চাষিরা কাজে যাওয়ার সময় দেখতে পান ভয়ংকর দৃশ্য। দেখেন পরিত্যক্ত ধাবার পিছনের দিকে পড়ে রয়েছে এক মহিলার দগ্ধ দেহ। পাশে পড়ে অপরিণত শিশু ও একটি রাসায়নিকের বোতল।কে বা কারা এই ঘটনার সাথে জড়িত এবং কেনো এই হত্যা তা নিয়ে এখনো ধন্দে পুলিশ।পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। দ্রুতই গোটা বিষয়টা স্পষ্ট হবে।