Friday, December 13, 2024
Homeজ্যোতিষসাপ্তাহিক রাশিফল ১৪-২০ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক রাশিফল ১৪-২০ অক্টোবর ২০২৪

মেষ রাশি

পাওনা অর্থ উদ্ধার। প্রিয়জনের সাক্ষাতে মানসিক আনন্দ। বন্ধুমহলে ক্ষতিবৃদ্ধি। তীর্থস্থান দর্শন ও গৃহে ধর্মীয় অনুষ্ঠান

​বৃষ রাশি

কর্মক্ষেত্রে উন্নতি। বেকারদের কর্মসংস্থান হবে। খরচা বৃদ্ধির ফলে মনে চিন্তা বাড়বে। বহুদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে। পাওনা অর্থ উদ্ধার। কোনও জায়গা জমি বা স্থাবর সম্পত্তি কেনার সম্ভাবনা।

​মিথুন রাশি

কর্মসূত্রে ভ্রমণযোগ। নতুন ব্যবসা স্থাপনের সম্ভাবনা। কাউকে অর্থ ধার না দেওয়াই ভালো। রাজনীতিতে শুভ অগ্রগতি। শত্রুরা পরাজিত হবে।
প্রেমিক-প্রেমিকার এক আনন্দময় সপ্তাহ বলা যায়|

​কর্কট রাশি

শিক্ষকতা, জ্যোতিষ চর্চা, নার্সিংহোম ব্যবসায় মনের মতন সাফল্য। স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মতবিরোধ হলেও সপ্তাহের শেষে মিটমাট হয়ে যাবে। যানবাহন সাবধানে চালান। রাস্তাঘাটে সাবধানে চলুন।
খেলোয়াড়দের আঘাতপ্রাপ্তির সম্ভাবনা।

​সিংহ রাশি

অবিবাহিতদের হঠাৎ বিবাহের ভালো সম্বন্ধ। যোগ্য ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সুফল। কর্মক্ষেত্রে আরো সজাগ থাকুন। সপ্তাহের শেষে আটকে থাকা কাজগুলো হয়ে যাবে ও ভাগ্যের সহায়তা লাভ। দাম্পত্য জীবন শুভাশুভ।

​কন্যা রাশি

উকিলবাবু, ম্যানেজমেন্ট কর্মী ও শিক্ষকদের শুভ। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকার মধ্যে ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে অশান্তি। রক্ত সম্পর্কীয় অসুখে কষ্টভোগ। নতুন জায়গা জমি বা স্থাবর সম্পত্তি কেনার ইচ্ছা পূরণ হতে পারে।

​তুলা রাশি

পুরনো রোগ থেকে মুক্তি। ছাত্র-ছাত্রীদের শুভ। নিঃসন্তান ব্যক্তির সন্তান লাভের সম্ভাবনা। যোগ্য ক্ষেত্রে বেকারদের কর্ম লাভ। যানবাহন সাবধানে চালান ও গাড়ির কাগজপত্র দেখে নিন।

​বৃশ্চিক রাশি

সপ্তাহের শেষে মূল্যবান দ্রব্য হারাবার যোগ। নতুন জমি ফ্ল্যাটের বুকিং হয়ে যাবে। রাজনীতিতে অতি দ্রুত জনপ্রিয়তা বৃদ্ধি। বেকারদের কর্মলাভের যোগ। প্রেমিক প্রেমিকার দাম্পত্য জীবনে মাঝেমধ্যেই ছন্দপতন।

​ধনু রাশি

স্পষ্ট কথায় শত্রু বৃদ্ধি। সপ্তাহের মাঝখানে একটু একাকীত্ব গ্রাস করবে। কিন্তু শেষটা আবার আনন্দপূর্ণ। ছাত্র-ছাত্রীর সাফল্য। গৃহ সংস্কার করার চিন্তাভাবনা সফল হবে।

​মকর রাশি

সামাজিক সম্মান বৃদ্ধি। পরাক্রম বৃদ্ধি। যানবাহন সাবধানে চালান। মায়ের শরীর দুশ্চিন্তার কারণ হতে পারে। অফিসের কাজে সচেতন হোন নতুবা বসের সঙ্গে মতভেদ। প্রেম করে যদি বিয়ে করতে চান বাড়ির লোক মেনে নেবে। ডাক্তার, শিক্ষক, সাংবাদিকদের সাফল্য। ছোটখাটো ভ্রমণযোগ নির্দেশ করছে। তীর্থস্থান দর্শন।

​কুম্ভ রাশি

ছাত্র-ছাত্রীদের শুভফল। প্রেমিক-প্রেমিকার শুভ। দাম্পত্য জীবন মধুর। শ্বশুরবাড়ি থেকে আনন্দ সংবাদ প্রাপ্তি। যানবাহন সাবধানে চালান। ধার্মিক ভাব বৃদ্ধি ও ধর্মীয় স্থান দর্শন। কর্মসূত্রে ভ্রমণযোগ। 

​মীন রাশি

চোখ ও রক্ত সম্পর্কীয় অসুখে প্রায় কষ্ট ভোগ। দ্বিচক্রযান সাবধানে চালান। ছাত্র-ছাত্রীর শুভ। বেকারদের অস্থায়ী কর্মপ্রাপ্তি। নতুন উদ্যোগ জীবন শুরু করার সময়। শিল্পীদের শুভ সময় । শত্রুরা পিছু হটবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments