বুধবার পাকিস্তান আয়োজিত সাংঘাই কো-অপারেশন অর্গানাইজ়েশনের সামিটে অংশ নেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয় শঙ্কর।পাকিস্তানে বসেই পড়শি দেশকে কড়া বার্তা শোনালেন ভারতের বিদেশমন্ত্রী ।পারস্পারিক সম্মানের ভিত্তিতে অখণ্ডতা এবং সহযোগিতা বজায় রাখা আবশ্যক।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড অতিমারির মতো ইস্যুগুলিকে হাইলাইট করেন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে ঋণ সমস্যা, সব চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা নিয়ে দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জয় শঙ্কর পাশাপাশি সন্ত্রাবাদ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদ হলো বিশ্বের তিন শত্রু।পাকিস্তান এর মাটিতে দাঁড়িয়ে তার এই বক্তৃতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানে গিয়ে পাকিস্তান ভারত সম্পর্ক নিয়ে কড়া বার্তা বিদেশ মন্ত্রীর
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on