অনেকেরই টেরেস গার্ডেন বা ছাদে বাগান করার শখ। এক্ষেত্রে গাছ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ।আমাদের চারপাশে এমন কিছু গাছ আছে, যে গাছগুলোর ডাল কেটে লাগিয়ে দিলেই বেঁচে যায়। সেগুলি ছাদে খুব ভালো হয়।এসব গাছের মধ্যে বেশি পরিচিত হলো জবা, পাতাবাহার, গন্ধরাজ, কাঠগোলাপ, কলকে, স্থলপদ্ম, করবী ইত্যাদি। আশপাশের বাগান বা পার্ক থেকে খুব সহজেই এসব গাছের ডাল সংগ্রহ করতে পারো। অথবা নার্সারি থেকেও কিনেও নেয়া যায় এসব গাছের চারা।টেরেস গার্ডেন করার ক্ষেত্রে এই গাছ গুলি বেস্ট রেসাল্ট দেয়। পরিশ্রম ও কম হয়।