উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ২০২২-এর ২২ জুলাই পার্থকে গ্রেপ্তার করে ইডি। পরবর্তীতে এসএসসি-র গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। এবার আরো বিস্ফোরক তথ্য দিলো সিবিআই। সূত্রের খবর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজে বেশ কিছু অযোগ্য প্রার্থীদের প্রাথমিকে নিয়োগের সুপারিশ করেছিলেন। তার মধ্যে ৩১০ জন চাকরি পেয়েছিলেন।তদন্তে সিবিআই পেয়েছে ২০১৪ সালের টেট-এ অনুত্তীর্ণদের তালিকা। যা পাঠিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।ইতিমধ্যে বাতিল হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এর জানিনের আবেদন এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে চলতি সপ্তাহে আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হত পারে বলে ইঙ্গিত মিলেছে সূত্র মারফত।
আরো বিপাকে পার্থ চ্যাটার্জী, মিললো ফিস্ফোরক তথ্য!
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on