মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আসন কাজটি অনেকটা এগিয়ে ফেলল বিরোধী শিবির। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বৈঠকে প্রায় ২৬০ আসনে রফা চূড়ান্ত হয়েছে বলে খবর। ২৫ আসনে রফা চূড়ান্ত হয়নি। কংগ্রেস, এন সি পি এবং উদ্ভব ঠাকরের দল তিন শিবিরেরই সেই আসনগুলিতে দাবি আছে। এই আসনগুলিতে সমস্যা মেটাতে খোদ মল্লিকার্জুন খাড়গে, উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার আসরে নামেন ।শেষ মেষ শোনা যাচ্ছে কংগ্রেস ১০০টি আসনে, উদ্ধব সেনা ৯০-১০০টি আসনে লড়তে চলেছে। এনসিপির শরদ লড়তে পারে ৭০-৮০ আসনে।অন্যদিকে বিজেপি একাই লড়বে ১৫০-১৫৫টি আসনে এবং সিন্ডের নেতৃত্বে শিব সেনা লড়বে ৯০-৯৫ টি আসনে।তবে এখনই পুরো ছবি স্পষ্ট নয়। জল মাপছে দল গুলি। আনুষ্ঠানিক ঘোষনা এখনো বাকি।