দূর্গা পুজো ভালোয় ভালোয় কাটলেও দীপাবলীর আগে আবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস।রবিবার আন্দামান সাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। মঙ্গলবার তা মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে পরিণত হবে নিম্নচাপে এবং আগামী বৃহস্পতিবার সেখানেই তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।এই গভীর নিম্নচাপটি ঘূর্ণাবর্তের আকার নিতে পারে যার ফলে ব্যাপক বৃষ্টি পাত হতে পারে বাংলার একাধিক জেলায়।পাশাপাশি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন অনেকেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর তা নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।আপাতত উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।