আগামী ৪৮ ঘন্টার মধ্যে ১০০-১২০ কিমি প্রতি ঘন্টা বেগে পুরী এবং সাগর দীপের মধ্য বর্তী স্থানে আছড়ে পড়তে পারে দানা। ইতিমধ্যে সমুদ্র উপকুল গুলিতে মাইকিং করা হয়েছে। কাঁচা বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মানুষদের। মাছ ধরা বা পর্যটন এর উদ্দেশ্য নিয়ে সমুদ্রের কাছে যেতে নিষেধ করা হয়েছে। স্কুল বন্ধর পাশাপাশি বন্ধ থাকবে একাধিক ট্রেন।ঘূর্ণিঝড়ের মোকাবিলায় এর আগেও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।বৃহস্পতিবার রাত ৮টার পর শিয়ালদহ স্টেশন থেকে কোনও লোকাল ট্রেন ছাড়বে না। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কোনও লোকাল ট্রেন চলবে না শিয়ালদহ ডিভিশনে। হাসনাবাদ, নামখানা থেকে সন্ধ্যা ৭টার পর শিয়ালদহের দিকে কোনও ট্রেনও আসবে না।দক্ষিণ শাখায় বহু ট্রেন বন্ধ থাকবে ওই সময়ে।উপকুলবর্তী জেলা গুলো ছাড়াও কলকাতাতেও ঝড় বৃষ্টির প্রভাব থাকবে।
ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় ” দানা ” চরম সতর্কতা রাজ্য জুড়ে
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on