ডানা বা দানা নাম যাই হোক আপাতত তা আতঙ্কের আরেক নাম। বৃহস্পতিবার রাতেই ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝে ল্যান্ডফল। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাংলার উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা মারাত্মক। রাজ্য চালু করেছে হেল্প লাইন। নবান্নে রাত জাগবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্য বাসীর উদ্দেশ্যে তিনি আজ বলেন , ‘কেউ প্যানিক করবেন না। সতর্ক থাকবেন। এটা জীবন বাঁচানোর লড়াই।’ওদিকে
ধামরা সৈকতে চলছে মাইকিং। সমুদ্র অঞ্চল থেকে সকলকে সরে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে।সব দিক দিয়ে সতর্ক রাজ্য প্রশাসন।