গত ১২ ই অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। দেশ জুড়ে আলোচিত হয় এই হাই প্রোফাইল খুনের ঘটনা। নাম উঠে আসে বিষ্ণই গ্যাং এর। বাবা সিদ্দিকী খুন মুম্বাই এবং আন্ডার ওয়ার্ল্ড এর মধ্যে নতুন করে সংযোগ স্থাপন করে বলে অনেকে মনে করেন। আতঙ্ক দেখা দেয় সমগ্র চলচিত্র জগতে।তদন্তে উঠে আসে কিছু কিছু অপরাধীর। গ্রেপ্তার ও হয় কয়েকজন। এবার খুনের ঘটনায় এক অভিযুক্তের বাড়ি থেকে ওই অস্ত্র উদ্ধার হয়েছে বলে শুক্রবার জানিয়েছে মুম্বই পুলিশ।খুনে অন্যতম অভিযুক্ত রাম ফুলচাঁদ কানৌজিয়ার বাড়ি থেকেই ওই অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।