শীত আসছে। যারা ছাদের বাগানে ডালিয়া গাছ লাগাতে চান তারা মনে রাখবেন ছায়াযুক্ত স্থানে গাছ দুর্বল ও লম্বা হয়, ফুল কম ও ছোট হয় এবং রঙের ঔজ্জ্বল্য হ্রাস পায়।বাগানের যে স্থানে পর্যাপ্ত সূর্যালোক পায় এমন জমিতে ডালিয়ার চাষ করতে হবে।ডালিয়াগাছের জন্য আর্দ্র মাটি প্রয়োজন। তবে মাটি বেশি ভিজে কাদাকাদা হয়ে গেলে তা গাছের পে তেমন উপকারী হবে না।বৃষ্টির সময়ে গাছের ওপর ছাউনি দিতে পারলে ভালো কিংবা কোনো ছাউনির নিচে রাখলে গাছ নিরাপদে থাকবে।যারা টবে গাছ লাগাছেন প্রতিদিন নিয়ম করে পানি দিয়ে মাটিকে আর্দ্র। ব্যাস সুন্দর ডালিয়া ফুলে ভরে উঠবে আপনার বাগান এবং মন।