Friday, December 13, 2024
Homeবাংলাদীপাবলীর পরেই বীরভূমে দলের হাল ধরবেন অনুব্রত মন্ডল!

দীপাবলীর পরেই বীরভূমে দলের হাল ধরবেন অনুব্রত মন্ডল!

জেলমুক্তির পর ফের বীরভূমে দলের রাশ হাতে তুলে নিতে চলেছেন অনুব্রত মন্ডল।কালীপুজোর পর কোর কমিটির বৈঠক ডাকবেন বলে ঘোষণা করলেন অনুব্রত মণ্ডল।সংগঠনে রদবদলেরও ইঙ্গিত দিয়ে রাখলেন। দলের বিজয়ার অনুষ্ঠানে অনুব্রত বলেন, ‘কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজো যাক, আমি জেলা কমিটির মিটিং ডাকব। কোর কমিটির মিটিংও ডাকব। তারপর শীর্ষ নেতৃত্ব যেভাবে বলবে সেভাবে চলব।দু’বছর জেলায় ছিলেন না অনুব্রত৷ সেই সময় দলের সাংগঠনিক হাল ধরার জন্য মমতা কোর কমিটি গঠন করে দিয়েছিলেন। কোর কমিটির সাথে অনুব্রত বাবু সমন্বয় সাধন করার চেষ্টাও চালাচ্ছেন বলে সূত্রের খবর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments