যোগী আদিত্য নাথের রাজ্যে বিদ্বেষের বলি হলেন এক সাংবাদিক! বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হল তাঁকে। চলল গুলি। বন্ধুকে বাঁচাতে গিয়ে জখম হলেন বিজেপির সংখ্যালঘু সেলের এক নেতা।বুধবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ফতেপুরে।সাংবাদিক দিলীপের সঙ্গে সংখ্যালঘু শাহিদ খানের ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি ছিল অনেকের। যার জেরে তৈরি হয় পরিবারিক বিবাদ।তবে শুধু এই জন্যেই খুন কিনা তা নিয়ে ধোয়াশা আছে।ঘটনার পর ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।তীব্র উত্তেজনা রয়েছে এলাকায়। পুলিশ গোটা বিষয়টা তদন্ত করে দেখছে।