প্রতি বছর বাদশা শাহরুখ এর জন্মদিন একটা বার্ষিক ইভেন্ট হয়ে গিয়েছে শাহরুখ-ভক্তদের কাছে। কিন্তু অন্যবারের মতো এবার উপচে পড়া ভিড়ের অপেক্ষা সার্থক হল না। দেখা দিলেন না বাদশা।তার বাংলো মান্নাত এর সামনে জড়ো হওয়া অসংখ্য অনুরাগীদের এক কথায় নিরাশ করলেন তিনি।সূত্রের খবর রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার দিওয়ালি পার্টিতে চলে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলো গোটা পরিবার। তাই এই বছর তার সাক্ষাৎ পেলোনা তার ভক্তরা।