দেশের পর্যটন মানচিত্রে বিরাট পরিচিতি লাভের পাশাপাশি ভ্রমণপিপাসু মানুষের কাছে সুনাম কুড়িয়েছে ইকোপার্ক। এবার সেই ইকো পার্কে নতুন চমক।চারিদিকে জলধারা। তার মাঝখানে মস্ত আকৃতির গম্বুজ। কর্তৃপক্ষ যার নামকরণ করেছে ‘সোলার ডোম’ বা সৌর গম্বুজ। পুরো গম্বুজটিই সোলার প্যানেলে মোড়া।আজ, মঙ্গলবার বিকেল ৪-টে নাগাদ রাজ্যের মন্ত্রী তথা হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের হাত ধরে সোলার ডোমের গেট খুলে দেওয়া হবে। আগামী শীতের মরশুমের আগে ইকো পার্কের দর্শনার্থীদের আরও আকর্ষণ বাড়াবে সৌর গম্বুজ। নিঃসন্দেহে এই নির্মাণ দর্শকদের মধ্যে ইকো পার্কের আকর্ষণ আরো বাড়িয়ে দিলো।