নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিসকে হারিয়ে আরো একবার মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প।রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী, ট্রাম্পের উত্থানের পিছনে সবচেয়ে বড় কারণ অবশ্যই অভিবাসন নীতি। অবৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে শুরু থেকে সরব ডোনাল্ড ট্রাম্প।এছাড়াও এবার ভোটের প্রচারে ট্রাম্প জানিয়েছিলেন তিনি ক্ষমতায় এলে এলিয়েন সংক্রান্ত সব ফাইল প্রকাশ্যে আনবেন।আরো একটি কারণ হিসেবে উঠে আসছে বাইডেন শাসনে আমেরিকার দুর্বল অর্থনীতি এবং ট্রাম্পের ‘স্ট্রং ম্যান’ ভাবমূর্তি।মধ্যপ্রাচ্য ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বার বার বাইডেন সরকারের দিকে আঙুল তুলেছেন ট্রাম্প। ইউক্রেন ও ইসরায়েলকে শত শতকোটি ডলারের অর্থসহায়তা ও অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন। যা নিয়ে ক্ষুব্ধ আমেরিকার বেশিরভাগ মানুষ। এসবই ট্রাম্প এর পক্ষে গেছে বলে মনে করা হচ্ছে।
আরো একবার মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
RELATED ARTICLES