রাজ্যের দুই জেলায় ট্যাব কেনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তে নামল স্কুল শিক্ষা দপ্তর।পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের বেশকিছু স্কুলের পড়ুয়া ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ। যাদের ট্যাবের টাকা পাওয়ার কথা তাদের বদলে অন্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে অভিযোগ।জেলার স্কুলগুলিকে আজ, শুক্রবারের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দপ্তর। চারটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে শিক্ষা দপ্তর।অন্যদিকে শিক্ষকদের অভিযোগ, নিয়ম মেনে তাঁরা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য শিক্ষা পোর্টালে আপলোড করেছিলেন। তারপরে অ্যাকাউন্ট নম্বর বদলে গিয়েছে।পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে আসল সত্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।