বুধবার হাড়োয়ায় ভোটের প্রচারে গিয়ে নিজের ভাষণে ‘হেরো মাল’ কথাটি ব্যবহার করেছিলেন ফিরহাদ। তা থেকে বিতর্কের সূত্রপাত হয়। বিজেপি’র অভিযোগ, রেখা পাত্রকে উদ্দেশ করে পুরমন্ত্রী এই ধরনের মন্তব্য করেছেন।নিন্দার ঝড় ওঠে সব মহলে। আজ অবশেষে নিজের ” হেরো মাল ” শব্দের ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম।তিনি বলেন, ‘আমি সবসময় নারীদের সম্মান দিয়ে কথা বলি। মেয়েদের আমি মাতৃরূপে দেখি। রেখা পাত্রকে তো আমি ভদ্রমহিলা বলেও সম্বোধন করেছি। হেরো ভূত, হেরো মাল-এই কথাগুলো বিজেপিকে বলেছি। এরপর নিজের মন্তব্যর জন্য দুঃখ প্রকাশ ও করছেন ববি হাকিম।
নিজের ” হেরো মাল ” শব্দের ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম!
RELATED ARTICLES