নিরাপত্তা বাড়লো শুভেন্দু অধিকারীর এতদিন শুধুমাত্র বাংলায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বিজেপি বিধায়ক। এবার থেকে অন্য রাজ্য়েও একই নিরাপত্তা পাবেন তিনি।আইবির রিপোর্ট মেনে এমনই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এবার থেকে কনভয়ে থাকবে বুলেটপ্রুফ গাড়িও।সম্প্রতি আই বি শুভেন্দু অধিকারী থ্রেট পারসেপশন রিপোর্ট দিয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিপদ কতটা তার উল্লেখ রয়েছে রিপোর্টে। তারপরই এই রিপোর্ট বাড়ানোর সিদ্ধান্ত।