দীর্ঘ সময় বার্ধক্য জনিত রোগ ভোগের পর আজ প্রয়াত হলেন মনোজ মিত্র।নাটকের মঞ্চ থেকে শুরু করে সিনেমার পর্দা। মনোজ মিত্র নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি অভিনয়ের রাজা।বাঞ্চারামের বাগান।এছাড়াও একাধিক সিনেমা এবং নাটকে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন একাধিক সন্মান। তার মৃত্যুতে অন্যতম নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী বলেছেন তার অভিনীত অন্যতম সিনেমা অদ্ভুত স্পিরিট ছিল মানুষটির মধ্যে। সেই মনোজদাকে হারানো যে কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করতে পারব না। ওই অভিনয় যে আর কখনও দেখতে পাবো না।