শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিড়লাপুর জুটমিল কোয়ার্টারের বাসিন্দা চার নাবালক গঙ্গায় স্নান করতে যায়। বজ বজ এর কাছেই এও ঘাটে অনেকই স্নান করতে আসেন। এদিন একজন স্রোতের টানে তলিয়ে যেতে থাকে। তা দেখে বাকি তিনজন তাকে বাঁচাতে যায়।পরিণতি হয় ভয়ঙ্কর। চারজনই গঙ্গায় ডুবে নিখোঁজ হয়। স্থানীয় পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করেও কাউকে জীবত উদ্ধার করতে পারেনি।নিখোঁজ ওই চার নাবালকের মধ্যে দিপুকুমার শা, বয়স ১৬ বছর ও পিন্টুকুমার শা, বয়স ১৪ বছর সম্পর্কে দাদা-ভাই। তলিয়ে যাওয়া বাকি দুজন ১৫ বছরের দীপক মাহাতো ও ১৬ বছরের বিভাসকুমার শা। এরা সবাই স্থানীয় বাসিন্দা।