প্রায় ছেচল্লিশ বছরে দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলো।প্রয়াত অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব ভার্মা। পিতৃ হারা হলেন রিয়া এবং রাইমা সেন।বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। খবর পেয়ে মুন মুন সেনের বাস ভবনে শোক জানাতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।ভরত ছিলেন ত্রিপুরা রাজ পরিবারের ছেলে।তিনি ছিলেন ভীষণই প্রগতিশীল ব্যক্তি। দুরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে মুনমুন জানিয়েছিলেন, ভরত চিরকাল তাঁকে সাপোর্ট করেছেন।কেবল ভালো স্বামী নন, ভরত ছিলেন আদর্শ পিতাও। পিতার মৃত্যুতে ভেঙে পড়েছেন দুই কন্যাও।