মন্দারমণির সমুদ্র সৈকতে গড়ে ওঠা ১৪০ টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক। আদেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মন্দারমণির হোটেল মালিক সংগঠন। শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মেদিনীপুরের জেলাশাসকের দেওয়া নোটিসে স্থগিতাদেশ দেন।জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এই চিঠি দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি।কোস্টাল রেগুলেশন জোন–এর নির্দেশ অমান্য করে মন্দারমণির সমুদ্র সৈকতে এই হোটেলগুলি নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।এর আগে ২০০৭, ২০১১, ২০২২ সালে একই ভাবে হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত ও জেলা প্রশাসন। সেই আদেশ নিয়েও দীর্ঘ আইনি লড়াই চলে।