ছটি উপনির্বাচন কেন্দ্রে ধরাশায়ী বিরোধীরা।বিরাট জয় পেলো তৃণমূল।উপনির্বাচনে জয়ী ৬ তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।নিজের এক্স হ্যান্ডেল এ তিনি লেখেন ” ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে ‘জমিদার’রা বাংলাকে নানা ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল। তবে মানুষ কোনও অপ্রচারকে মান্যতা দেননি। উপনির্বাচনের ফলাফল তা বুঝিয়ে দিল”তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, সিতাই, মাদারিহাটে। ছটি কেন্দ্রের কর্মীদের জয়ের কৃত্রিত্ব দেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে মাদারিহাট বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল।