আজ ঘটালে নিজ নির্বাচন ক্ষেত্রে উপস্থিত ছিলেন সাংসদ দেব। তার সামনেই হঠাৎই দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়, যা হাতাহাতির পর্যায়ে চলে যায়। তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দেবকে। এই হাতাহাতিতে মাথা ফাটে বেশ কয়েকজনের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রতিবছর ঘটালে অনুষ্ঠিত হয় শিশু মেলা এই বছরও মেলাটির আয়োজনের জন্য একটি কমিটি গঠন করেছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই। কিন্তু শোনা যায় দেবলে না জানিয়ে তৈরী হয় কমিটি।এ দিন ঘাটালের সাংসদ দেব মেলার জন্য নতুন কমিটি গঠন করবেন বলে চাউর হয়। সেই মোতাবেক রবিবার দুপুরে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শঙ্কর দোলুইয়ের গড়ে দেওয়া কমিটির সদস্যরা এবং দেবের সমর্থকরা উপস্থিত হয়েছিলেন।তাদের মধ্যেই হয় হাতাহাতি এবং তৈরী হয় চরম বিশৃঙ্খলা।