ছাদেই চাষ করতে পারেন নিজের পছন্দ মত সব্জি তার জন্য সবার আগে দরকার সঠিক টব নির্বাচন এবং টবের মাটি তৈরী।প্রতিটি তবে সাধারণত এক থেকে দুইটি চারা রোপণ করা যায়। চিচিঙ্গা, করলা, শিম, শসা ইত্যাদির জন্যে মাঝারি ধরনের টব প্রয়োজন। সাধারণত ২৫-৩০ কেজি মাটি ধরে এমন টব হলে ভালো হয়।এক্ষেত্রে ২-৩ কেজির মতো মাটি ধরে এই ধরনের টব এই সবজিগুলির জন্যে বেশী ভালো।মাটির সঙ্গে কিছুটা জৈব সার মিশিয়ে নিতে হবে। এতে মাটির উর্বরতা শক্তি বাড়াবে। পাশাপাশি দানাদার জাতীয় কিছু কীটনাশক পাওয়া যায়, এগুলি মাটির সাথে মেশালে বিভিন্ন ক্ষতিকারক পোকা থেকে গাছের গোড়া রক্ষা পায়।ফলন ভালো হয়।
Recent Comments
Hello world!
on