ইডির মামলায় জামিন পেয়েছিলেন কিছুদিন আগেই এবার সিবিআই মামলায় জামিন পেলেন কুন্তল।
বহু আলোচিত নিয়োগ দুর্নীতি মামলা ২০২৩ সালের ২০ জানুয়ারি ইডি-র হাতে গ্রেপ্তার হয়েছিলেন কুন্তল ঘোষ। তাঁর বিরুদ্ধে চাকরির বিনিময়ে বিপুল টাকা তোলার অভিযোগ উঠেছিল। গ্রেপ্তারের পর তাঁকে বহিষ্কার করেছিল তৃণমূল।শুক্রবার সিবিআই-এর মামলাতে তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন তবে বেশ কিছু শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট।সিবিআইয়ের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে তিনি যেতে পারবেন না তিনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংবাদমাধ্যমে মামলা নিয়ে কোনও মন্তব্য করতে পারবে না।এই রায়ের পর আপাতত কুন্তলের জেল মুক্তিতে আর কোনো বাঁধা রইলো না।