দেশে ফিরতে পারেন খালেদা জিয়ার পুত্র।রবিবার তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর-সহ মৃত্যুদণ্ড-যাবজ্জীবন পাওয়া সমস্ত সাজাপ্রাপ্তদের খালাসের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। বিএনপির আইনজীবীদের দাবি, হাসিনার আমলে রাজনৈতিক কারণেই তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল এবং এতদিনে সুবিচার পেলেন তিনি।প্রথম তিনটি চার্জ শিটে তারেকের নাম থাকলেও শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তারেকের নাম অন্তর্ভুক্ত করা হয় বলেও অভিযোগ তাঁদের। এরপরেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, তারেক রহমান শীঘ্রই বাংলাদেশে ফিরবেন।তার ফেরার পর বি এন পি কি ভূমিকা নেয় সেটাই এখন দেখার।