আলিপুরদুয়ারের কালচিনি মেচপাড়া চা বাগানে পাওয়া গেলো চিতা বাঘের মৃত দেহ।চা বাগানের সাত নম্বর সেকশনের নালা থেকে উদ্ধার হয় লেপার্ডটি। তার গায়ে কোনও আঘাতের চিহ্ন ছিল না। ফলে কী কারণে মৃত্যু হয়েছে লেপার্ডটির তা স্পষ্ট নয়।দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।লেপার্ড-সহ অন্যান্য বন্যপ্রাণীদের সুরক্ষিত রাখার জন্য নিয়মিত নজরদারি চালানো হয় বনদপ্তরের পক্ষ থেকে।বণ্য প্রাণ নিয়ে সতর্ক করা হয় পর্যটকদের। তা সত্ত্বেও কিকরে ঘটলো এই ঘটনা তা নিয়ে উদ্বিগ্ন পরিবেশ দপ্তর।