সামান্থা রাউথ প্রভুর সাথে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করতে চলেছেন নাগার্জুন পুত্র এবং দক্ষিনী ছবির অভিনেতা নাগা চৈতণ্য। পাত্রী শোভিতা ধুলিপালা। বিয়েতে আমন্ত্রিত আল্লু অর্জুন, রয়েছেন মহেশ বাবু, প্রভাস, এসএস রাজামৌলি, নয়নতারা এবং ফিল্ম ইন্ডাস্ট্রির আরও অনেক তারকাদের নাম। শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চন এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খানও এই বিয়েতে আসতে পারেন।হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োতে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। বিয়ে উপলক্ষে তারকা পরিবারের এখন সাজো সাজো রব।সূত্রে খবর, ৪ ডিসেম্বর রাত ৮টায় বিয়ের অনুষ্ঠান হবে।