দীর্ঘ ১৪ মাস হেপাজতে থাকার পর অবশেষে বুধবার বিশেষ ইডি আদালত ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং ২৫ হাজার টাকার দুটি সিকিউরিটি বন্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে শর্তাধীন জামিন দিল।রেশন দুর্নীতি মামলায় একের পর এক অভিযুক্ত বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা আগেই জামিন পেয়েছেন। আজ জ্যোতিপ্ৰিয়র আইনজীবি জ্যোতিপ্রিয় অসুস্থ। জেলের বাইরে চিকিৎসার প্রয়োজন।ইডির আইনজীবি জামিনের বোরোধিতা করলেও কোর্ট জানায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে হেফাজতে রাখার প্রয়োজন নেই। এখনই মামলার ট্রায়াল শুরুর সম্ভাবনাও নেই। তাই জ্যোতিপ্রিয়কে জামিন দিতে সমস্যা নেই। বিশেষ শর্ত আরোপ করে তাকে জামিন দেয়া হয়েছে।