বুধবার গভীর রাতে নিজের বাড়িতে এক দুষ্কৃতীর হামলার শিকার হন অভিনেতা সেইফ আলী খান।হামলাকারী সইফের অ্যাপার্টমেন্ট লুট করার পরিকল্পনা করার জন্য় এসেছিল। অভিনেতা বাড়িরপাশের কম্পাউন্ডে প্রবেশ করে এবং তারপরে একটি পাঁচিল টপকে আসে সে।সূত্রের খবর বাড়ির পরিচারিকা প্রথমে আততায়ীকে আটকানোর চেষ্টা করেন। সেই ধস্তাধস্তিতে হাতে ছুরির আঘাতও পান তিনি। তাঁর চিৎকার শুনেই নাকি তড়িঘড়ি ছুটে আসেন সইফ। পুলিশ সূত্রে খবর, সইফ তখন সেই আততায়ীকে আটকানোর চেষ্টা করেন। সেই হাতাহাতিতেই নাকি সইফকে ছুরি দিয়ে আঘাত করে সেই আততায়ী।তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পীঠে এবং হাতে একাধিক ছুরির আঘাতের ফলে বেশ রক্ত ক্ষরণ হয় সেইফ এর। পরে তাকে আই সী ইউ তে স্থানান্তরিত করা হয়।গোটা ঘটনায় স্তভিত গোটা খান পরিবার।