দীঘায় শুরু হচ্ছে সামুদ্রিক মাছের উৎসব।খাবারের তালিকায় থাকছে লবস্টার চিলি, মশলা কাঁকড়া, বয়েলড প্রন, টাইগার প্রন স্পেশাল, চিলি প্রন, প্রন পকোড়া, পটলমাছ ভাজার মতো প্রায় ৪০-৪৫ রকমের মাছের পদ।প্রায় একশো রকমের সামুদ্রিক মাছের প্রদর্শনী ও ৪৫ রকমের মাছের পদ নিয়ে বুধবার দিঘার মোহনায় শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্যাল।মৎস্যজীবী সংগঠন দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে গঙ্গোৎসব উপলক্ষে বসেছে এই আসর। উৎসব চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। সামুদ্রিক মাছের পরিচিতি ও জনপ্রিয়তা বাড়াতে এই উৎসবের আয়োজন ।