কিছুদিন আগে কোচবিহার জেলার ফুলকাডাবড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঁটাতার বসানো নিয়েও এ পারের বাসিন্দাদের সঙ্গে ওপারে বাংলাদেশিদের অশান্তি ছড়িয়েছিল।মালদার বৈষ্ণবনগর থানার শুকদেবপুরে বাংলাদেশের বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছিল।সেক্ষেত্রেও স্থানীয় বাসিন্দারা ঝামেলায় জড়ায়। এবার সীমান্ত লাগোয়া বাসিন্দাদের এই জাতীয় ঝামেলা থেকে দূরে থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন ওপার বাংলায় একটু সমস্যা হচ্ছে। কিন্তু বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ-এর। যদি কোনও অন্যায় হয় আমরা দেখে নেব। সঙ্গে ওদের বচসা হলে আপনারা যাবেন না।’