বর্তমানে ইডি-র মামলায় জেলেই রয়েছেন কালী ঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এবার আরো বিপাকে সুজয় বাবু।নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-কে গ্রেপ্তার করল সিবিআই। সোমবারই তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।তারপরই তাকে নিজেদের হেপাজতে নেয় সিবিআই ফলে জেল থেকে তিনি ছাড়া পাচ্ছেন না।সুজয়কৃষ্ণকে হেফাজতে চেয়ে নিম্ন আদালতে গিয়েছিল সিবিআই। সুজয়কৃষ্ণ অবশ্য অসুস্থতার কারণ দেখিয়ে ৫ বার নিম্ন আদালতে হাজিরার নির্দেশে সাড়া দেননি।অবশেষে তার গ্রেপ্তারের মধ্যে দিয়ে সিবিআই তদন্তে নতুন মোড় আনতে পারে কিনা সেটাই এখন দেখার।