আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা।
এবার বইমেলায় বিশ্বহিন্দু পরিষদের স্টল দেয়া হবে কিনা, তা নিয়ে খবর ছড়াচ্ছে।
অবশেষে জানা গেছে, বিশ্বহিন্দু পরিষদের প্রতি সম্মান জানিয়ে গিল্ড সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়” জানিয়েছেন— এই বছর বইমেলায় বিশ্বহিন্দু বার্তাকে স্টল দেয়া হচ্ছে।
প্রথমে বইমেলায় স্টল দিয়ে চেয়ে বিষবহিন্দু চরিত্র আবেদনের জানালেও,
তারা একটি সংগঠন হওয়ায় অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছিলেন গিল্ড সভাপতি।
ত্রিদিব বাবু জানিয়েছেন, বিশ্বহিন্দু বার্তাকে আমরা খুবই ভালো জায়গায় স্টল দিয়েছি।
৩২ নম্বর স্টল তাদের।
হাইকোর্টের রায়ের পরই বিশ্বহিন্দু পরিষদের পক্ষে পৃথক বিষবহিন্দু বার্তার তরফে স্টল চেয়ে আবেদন করা হয়েছিল, তাদের স্টল দেয়া হয়েছে।

