আজ সকালে কলকাতা বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার থেকে ঝাঁপ এক যাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গত ২৩ জানুয়ারি ইম্ফল থেকে শহরে এসেছিলেন ওই যাত্রী। গত কয়েকদিন ধরেই তিনি কলকাতা বিমানবন্দর চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন। একবার তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পরে ছেড়েও দেয়া হয়।যাত্রীর নাম ও সিং এবং বয়স ৫০। পরে সুযোগ বুঝে ডিপার্চার ফ্লাই ওভার থেকে ঝাঁপ দেন তিনি। বারাসাত হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার মৃত্যুতে এয়ারপোর্টের নিরাপত্তা নিয়ে প্রম তুলছেন অনেকই। কেনো তাকে সন্দেহ জনক অবস্থায় আটক করে আবার এই ভাবে ছেড়ে দেয়া হলো সেই নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
প্রজাতন্ত্র দিবসের সকালে কলকাতা বিমান বন্দরে আত্মঘাতী যাত্রী!
RELATED ARTICLES