মেষ
শরীর-স্বাস্থ্যের হঠাৎ অবনতি। উচ্চশিক্ষায় বাধা। সৃষ্টিশীল কাজে উন্নতি। পারিবারিক কলহ এড়িয়ে চলুন।
বৃষ
বিতর্ক-বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম-পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থোপার্জনের সুযোগ।সন্মান লাভ।
মিথুন
শারীরিক রোগ ভোগ বৃদ্ধি। শত্রু বশ মানতে বাধ্য হবে। ব্যবসায়ীদের পক্ষে আজকের দিনটি শুভ। সপরিবারে মনোরম স্থানে ভ্রমণের সুযোগ।
কর্কট
ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। চারুকলা চর্চায় প্রভূত উন্নতি। গুরুজনের স্বাস্থ্যোন্নতি, স্বজন বিবাদে কাজকর্মে বাধা।শত্রুতা বাড়বে।
সিংহ
ভ্রমণে আনন্দলাভ। বিদ্যাশিক্ষায় বাধা, শরীর স্বাস্থ্যের উন্নতি। প্রচুর অর্থব্যয়, পুরানো মামলায় আকস্মিক সাফল্যের ইঙ্গিত।
কন্যা
সম্পত্তি রক্ষায় কলহ, অর্থব্যয়, বাতজ বেদনায় কষ্ট। দাম্পত্যজীবনে সমস্যার সমাধান। বিদ্যাশিক্ষায় সাফল্য।
তুলা
ব্যবসায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে হঠকারিতা। প্রেম-প্রণয়ে সফলতা। প্রিয়জনের স্বাস্থ্যের জন্য চিন্তা।
বৃশ্চিক
গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। যে কোনও কাজে অত্যাশ্চর্য সফলতা প্রাপ্তি। দৈহিক ও শারীরিক অবস্থা স্থিতিশীল।
ধনু
খেলাধুলায় স্বীকৃতি মিলতে পারে। পুজো-অর্চনায় মানসিক প্রফুল্লতা। হজমের গোলমাল হতে পারে।
মকর
মানসিক অবসাদ থেকে মুক্তি। পড়াশোনায় কৃতিত্ব। অর্থব্যয়ের সম্ভাবনা। স্বাধীনতা বজায় রেখে কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্বের পরিচয় দিতে পারেন।
কুম্ভ
অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা বৃদ্ধি। সৃষ্টিশীল কাজে সাফল্য। অগ্নি ও বিদ্যুৎ থেকে সাবধান।অর্থোলাভের যোগ আছে।
মীন
দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে সাংসারিক অশান্তি বৃদ্ধি। সন্তানের বিদ্যা নিয়ে চিন্তা বৃদ্ধি। কর্মক্ষেত্রে উচ্চাশাপূরণ।