বৃহস্পতিবার লোকসভায় অমিত শাহর আম্বেদকর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য নিয়ে বিক্ষোভ দেখায় বিরোধীরা সেই বিক্ষোভ ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। শাসক ও বিরোধী দলের ধাক্কাধাক্কিতে আহত হন ওড়িশার বালেশ্বরের সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী। তিনি অভিযোগ করেন রাহুল তাঁকে ধাক্কা মারেন।এই অভিযোগের তদন্তে এবার গঠন হচ্ছে সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম।বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ, হেমঙ্গ যোশী ও অনুরাগ ঠাকুর সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর ভিত্তিতে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। একাধিক ধারায় মামলা করা হয় রাহুল গান্ধীর বিরুদ্ধে।৭ সদস্যের দল সরাসরি ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্ত রিপোর্ট পেশ করবেন।আপাতত সংসদের সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।