বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় ‘শাহী স্নান’। সূত্রের খবর, রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন অসংখ্য পুণ্যার্থী। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। তারপরই শুরু হয় দৌড়াদৌড়ি এবং হুড়োহুড়ি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফল স্বরূপ পদপিষ্ট হয়ে প্রাণ হারান বহু তীর্থ যাত্রী। এর মধ্যে রয়েছে বাংলার বেশ কয়েকজন। যদিও তাদের সংখ্যা এবং পরিচয় এখনই স্পষ্ট ভাবে জানা যায়নি। গোটা বিষয় নিয়ে উদ্বিগ্ন বাংলার সরকার।তথ্যের খোঁজে নবান্নের তরফে দিল্লি রেসিডেন্ট কমিশনের মাধ্যমে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়।মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর পরিস্থিতি খতিয়ে দেখতে এবার বাংলার প্রতিনিধি দল যাচ্ছে প্রয়াগরাজে।